মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এ গতকাল রবিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
 
দিবসটি উদযাপনের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং কালো ব্যাচ ধারণ ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৭ টায় মেডিকেল কলেজ হসপিটাল ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে অধ্যক্ষ অধ্যাপক ডা: বিধু ভূষন দাস ও পরিচালক হাসপাতাল জনাব মেজর (অব:) ডা: মোহা: তৌফিক মুনিম জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে অধ্যক্ষ অধ্যাপক ডা: বিধু ভূষন দাস এর নেতৃত্বে ৮টা ৫ মিনিটে দিবসটি উপলক্ষে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে ডিসিআইএমসিএইচ এর পরিচালক, হসপিটাল , দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক , অন্যান্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ভাষা শহীদদের স্মরণে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলেই কালো ব্যাচ ধারণ করেন।
 
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হসপিটাল